সুপ্রিম কোর্টের বিচারপতিদের করোনা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) এ দায়িত্ব পালন করবেন।
পাঁচ কর্মকর্তা হলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মাদ ওসমান হায়দার এবং স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন।
এতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী নিম্নবর্ণিত (পাঁচজন) কর্মকর্তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোভিড-১৯ জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) দায়িত্ব পালন করবেন।
করোনা পরিস্থিতির মধ্যে বিচারপতিদের সঙ্গে যোগাযোগের জন্য ওই পাঁচ কর্মকর্তার মোবাইল ফোনে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সচল রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে সার্কুলারে।