রবিবার (১ নভেম্বর) দিনভর প্রচার চালানোর পর মধ্যরাতে ফ্লোরিডার সমাবেশে অংশ নেন ট্রাম্প। কভিড-১৯ সংক্রান্ত মিডিয়া কাভারেজের সমালোচনা করেন তিনি। সে সময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ফাউসিকে বরখাস্ত করা হোক’ বলে চিৎকার করতে থাকে।
তখন ট্রাম্প বলেন, ‘আর কাউকে বলবেন না। আমাকে নির্বাচনের পর কিছু সময় পর্যন্ত অপেক্ষা করতে দিন। আমি এ পরামর্শকে স্বাগত জানাই।’ পরে ট্রাম্প দাবি করেন, ‘ফাউসি একজন দারুণ মানুষ, তবে উনি অনেক ভুল করেছেন।’
ফ্লোরিডার সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের মুখেই মাস্ক ছিল না। করোনা মহামারির শুরুর দিকে ট্রাম্প ও ফাউসি সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন বলে মনে হলেও ধীরে ধরে তাদের সম্পকের অবনতি হতে থাকে। ফাউসি এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি আর প্রেসিডেন্টের হয়ে ব্রিফ করেন না। তার জায়গায় এখন ডা. স্কট অ্যাটলাস ব্রিফ করেন।
সূত্র: সিএনএন