বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে সোহানা নামে ১৭ দিনের এক নবজাতক চুরি হয়েছে।
রোববার মধ্যরাতে উপজেলার খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
শিশু সোহানা আক্তার গাবতলা গ্রামের দরিদ্র জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান।
সুজন খান ও শান্তা আক্তার বলেন, রোববার রাতের খাবার খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। সোহানা আমাদের দুজনের মাঝখানে শুয়েছিল। রাতে কয়েকবার দুধও খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বাবা-মায়ের কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে ভোর ৪টা থেকেই আমরা অভিযান শুরু করি। আমরা ঘটনাস্থলে রয়েছি, নবজাতককে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
খোয়া যাওয়া নবজাতক সোহানার বাবা সুজন খানের আগেও বিয়ে হয়েছিল। ওই স্ত্রীরও দুই বছরের একটা মেয়ে রয়েছে। ওই সন্তান খোয়া যাওয়া পারিবারিক কোনো ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।