রংপুরে গঙ্গাচড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করেছে এক লম্পট। পুলিশ জানায়, একই এলাকার রুহুল কুদ্দুসের ছেলে এক সন্তানের জনক আল আমিন কয়েক মাস ধরেই কোচিংয়ে যাওয়া-আসার সময় ছাত্রীটিকে উত্ত্যক্ত করত।
আনুমানিক ১০ দিন আগে আল আমিন ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। তবে কিশোরীটি সাড়া দেয়নি। ১৮ নভেম্বর মধ্যরাতে কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে ওত পেতে থাকা আল আমিন কয়েকজন সঙ্গীসহ জোরপূর্বক তুলে নিয়ে নিজের ঘরে রাতভর ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে ধর্ষকরা পালিয়ে যায়।
পরদিন সকালে বাড়ি না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কিশোরীকে আল আমিনের ঘর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার পরিবার। গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারে জোর চেষ্টা চলছে।