থানা কখনও হত্যা পরিকল্পনার স্থান হতে পারে না উল্লেখ করে পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয়।
আইজিপি বলেন, কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনও জায়গা হবে না।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।