ভারতের গুজরাটে মধ্যরাতে ফুটপাতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে পড়ে ট্রাক। এ ঘটনায় ১৫ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ছয় জন।
সোমবার (১৮ জানুয়ারি) ভারতের গুজরাটের সুরাট এলাকায় মধ্যরাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, মৃতরা সবাই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। তারা পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাটে কাজ করতে এসেছিলেন। সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, আখবোঝাই ওই ট্রাকটির সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে সেটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত মানুষদের পিষে দেয়। প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।
গতকাল সোমবার রাতে রোজকার মতো সারাদিনের কাজের শেষে শ্রমিকরা ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনার সময় কারও পক্ষেই সরে যাওয়া সম্ভব হয়নি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তারা উদ্ধার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে স্থানীয় জনতাকেও সহযোগিতা করতে দেখা গেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, সুরাটের ট্রাক দুর্ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্যের কামনা করি।
এই দুর্ঘটনা ফিরিয়ে দিল গত মে মাসে ঔরঙ্গাবাদের ভয়াবহ দুর্ঘটনা। লকডাউনের সময় বাড়ির পথে চালানো ক্লান্ত শ্রমিকরা রেললাইনেই ঘুমিয়ে পড়লে ভোরবেলার ট্রেন পিষে দেয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১৬ জনের। সেই মর্মান্তিক স্মৃতিই যেন ফিরে এল জানুয়ারির মাঝরাতে গুজরাটে।