বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে বন্ধ রাখা হয় নৌযান চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র এসব তথ্য জানিয়েছে। সূত্র জানায়, পদ্মা নদীতে ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এসময় নৌপথে দিক নির্ণয়ে অসুবিধার মুখোমুখি হতে থাকে ফেরিগুলো। একপর্যায়ে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভোজন সাহা বলেন, ভোরে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এসময় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় স্বাভাবিক হবে ফেরিসহ নৌযান চলাচল।