শিশুদের কোরআন হেফজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে সৌদি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিওএল)।
পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সহযোগিতায় এমডব্লিওএল-এর আঞ্চলিক অফিস ইসলামাবাদে সম্প্রতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। প্রথম স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে পাঁচ লাখ রুটি দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় ধর্মবিষয়ক মন্ত্রী নুরুল হক কাদরি, মুসলিম ওয়ার্ল্ড লিগের উপমহাসচিব ড. আবদুর রহমান আল জিয়াদ, পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ সাইদ আল মালকি ও মুসলিম ওয়ার্ল্ড লিগের আঞ্চলিক প্রধান সাদ আল হারতি।
শিশুদের জন্য কোরআন হেফজ প্রতিযোগিতাসহ নানা রকম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় মুসলিম ওয়ার্ল্ড লিগকে কৃতজ্ঞতা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আলভি।
বিশ্বব্যাপী ইসলামের প্রচার-প্রসার, পবিত্র দুই মসজিদ ও হজ সুষ্ঠুভাবে আয়োজনে করে মুসলিমদের বৃহত্তর সেবায় নিয়োজিত সৌদি আরব।
সূত্র : আরব নিউজ