সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে যেতে ভারতের অধিনায়ক বিরাট কোহলির দরকার আর একটি মাত্র সেঞ্চুরি। চেন্নাইয়ের চেপুক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি শেষে আবার ভারতের জার্সিতে নামছেন তিনি। দেড় মাস পর আবার দলকে নেতৃত্ব দেবেন শুক্রবারের ম্যাচ থেকে।
বতর্মানে পন্টিং আর কোহলির নামের পাশে অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি রয়েছে। আর একটি শতকের দেখা পেলে পন্টিংকে ছাড়িয়ে যাবেন ভারত অধিনায়ক।
গত বছরটি ভালো যায়নি কোহলির। ১১ বছর পর প্রথমবার ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারেননি ২০২০ সালে। এবার সেই খরা কাটানোর সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। প্রথম দুই ম্যাচ হবে চেন্নাইয়ে এবং শেষ দুটি আহমেদাবাদে।