নারায়ণগঞ্জের সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়েছে। সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। এটি অব্যাহত রাখতে হবে।
বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশ না নিলেও ভিন্ন অবয়বে বিএনপি সব নির্বাচনে অংশ নেয়।
এ সময় সরকারের বিরুদ্ধে মিথ্যাচার না করে ইতিবাচক রাজনীতিতে বিএনপিকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, গণমাধ্যম কর্মী আইনে কোনো অসংগতি থাকলে তা সংশোধন এবং পরিমার্জন করা হবে। যাদের জন্য আইন তাদের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের থেকেই মানদণ্ড ঠিক করা হবে। সেই সঙ্গে সব ভুতুড়ে পত্রিকা বন্ধ করে দেওয়া হচ্ছে।
অনলাইন পত্রিকা নিবন্ধনের ব্যাপারে সতর্ক আছে তথ্য মন্ত্রণালয়। কারও খারাপ উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে সতর্ক করেন তথ্যমন্ত্রী।