চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পিলখানা এলাকার মাদরাসার ভেতর থেকে মো. আরমান হোসেন (১০) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে । মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় আলী বিন আলী মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সকাল ১১ টার দিকে মাদরাসা থেকে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।