অস্থায়ী চাকরি স্থায়ী করতে বাপেক্সে আন্দোলনে কর্মীরা

অস্থায়ী চাকরি স্থায়ী করতে বাপেক্সে আন্দোলনে কর্মীরা

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীরা তাদের চাকরি স্থায়ীকরণ, বদলি বাতিল ও চাকরিচ্যুত না করার দাবিতে আন্দোলন করছে।

সোমবার (৩০ জানুয়ারি) অস্থায়ী কর্মচারীদের দেয়া ৬ দফা দাবির ভিত্তিতে এ আন্দোলন করেন তারা।

এ সময়ে আন্দোলনকারীরা বলেন, গত ২২ বছরে বাপেক্সে মোট ১৪ বার কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও, কোনো কর্মচারী নিয়োগ দেয়া হয়নি। এছাড়া যারা অস্থায়ীভাবে কর্মরত আছেন তারা চাকরি স্থায়ীকরণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার আবেদন করেও সাড়া পাননি।

কর্মচারীদের দেয়া ৬ দফা দাবি:-

১. বাপেক্সে কর্মরত সব অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে।
২. কেপিআই অন্তর্ভুক্ত আউটসোর্সিং খাত সম্পূর্ণ বাতিল করতে হবে।
৩. ২০১১ সালের অর্গানোগ্রাম বাতিল করতে হবে।
৪. গ্যাস ক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মচারীদের শারীরিক ক্ষতি হলে কোম্পানির দায়ভার বহন করতে হবে।
৫. রাজস্ব খাতের বিপরীতে আন্দোলনরত অস্থায়ী কর্মচারীদের কোনোভাবেই বদলি বা চাকরিচ্যুত করা যাবে না।
৬. স্থায়ী পদ বৃদ্ধি করতে হবে।

রাষ্ট্রায়াত্ব তেল গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সে দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে অস্থায়ী কর্মীরা কাজ করছেন। এদের কেউ ৫ থেকে ১০ বছর কিংবা তার বেশি সময় কাজ করলেও নিয়োগপত্র ছাড়াই রাজস্বখাত থেকে মজুরি দেয়া হয়।

তবে, জানুয়ারি থেকে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করে আউটসোসিং কোম্পানির মাধ্যমে জনবল নিয়োগের কথা জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এ নিয়ে আপত্তি জানিয়ে চাকরি স্থায়ীকরণ সহ ৬ দফা দাবি জানিয়েছে কর্মীরা। চলতি মাসে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মীরা।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি, দায়িত্বে গাফিলতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।

NO COMMENTS

LEAVE A REPLY