কুড়িগ্রামের চিলমারীতে ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতনের শিকার এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার গৃহবধূ স্বপ্না রানী তেলিপাড়া গ্রামের রফিয়েল হকের মেয়ে।
পুলিশ জানিয়েছে, গৃহবধূর স্বামী হাফিজুর রহমান তাকে (স্বপ্না) ঘরের ভিতরে আটকে শারীরিক নির্যাতন করেন। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার এসে প্রতিবাদ জানালেও তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। নির্যাতনের একপর্যায়ে ৯৯৯-এ ফোন করেন ওই গৃহবধূ। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেছে পুলিশ।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ওই গৃহবধূকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।