আমিরের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফাতিমা সানা

সংগৃহীত

বিনোদন জগতে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের গুঞ্জন নতুন নয়। এমনি প্রেমের গুঞ্জন ওঠে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে। এবার তাদের প্রেম নিয়ে মুখ খুলেছেন ফাতিমা।

‘দাঙ্গাল’ সিনেমায় এক সিনেমায় একসঙ্গে কাজ করা থেকেই শুরু হয় ফাতিমা ও আমিরের প্রেমের গুঞ্জন। আর ২০২১ সালে আমিরের দ্বিতীয় সংসার ভাঙার কারণ হিসেবে সবাই ফাতিমাকেই দায়ী করে। যদিও পরবর্তী সময়ে বিষয়টি চাপা পড়ে যায়।

তবে মাসখানেক আগে ফাতিমা সানার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয় আমিরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন। আর এসব নিয়েই এবার মুখ খুলেছেন ফাতিমা সানা। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের খবর ভীষণ অদ্ভুত! আমার মা টিভি দেখে বলেন, দেখ তোমার ছবি দেখাচ্ছে। তখন আমি বলি, হেডলাইন পড়ে দেখো কী লেখা আছে।’

তিনি আরও বলেন, ‘এসব গুজব শুনে প্রথমে খুব বিরক্ত লাগত। নিজেকে বোঝাতাম এসব কী হচ্ছে? কেন হচ্ছে? কিন্তু আমি এখন নিজেকে কিছু বোঝাই না। কারণ আমি এটা বুঝতে পেরেছি, যাই করুন না কেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই।’

এসব পরিস্থিতি এখন সামলে চলা শিখে গেছেন জানিয়ে ফাতিমা আরও বলেন, ‘কেউ যদি কোনো বিষয়ে আপনাকে দোষারোপ করে, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে গিয়ে বলা উচিত আপনি কি ভাবেন বিষয়টা এমন? আপনি যদি অ্যাগ্রেসিভ হন তাহলে সোজাসুজি গিয়ে আক্রমণ করবেন, আর যদি বিনয়ী হন তাহলে সেটা নিয়ে আলোচনা করবেন।’

একসঙ্গে দুটি সিনেমায় কাজ করেছেন ফাতিমা সানা এবং আমির খান। এর মধ্যে প্রথম সিনেমা ‘দঙ্গল’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এবং পরে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় দেখা গেছে তাদের। সে সিনেমায় তাদের সঙ্গে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফও।

NO COMMENTS

LEAVE A REPLY