বিএনপির নৈরাজ্য ও সহিংসতা বন্ধে শান্তি সমাবেশ করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কামরাঙ্গীচরে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশস্থলে হাজির হয়েছেন।
সমাবেশ শুরুর আগে নেতারা জানান, বিএনপির নৈরাজ্য ও সহিংসতা বন্ধে এই সমাবেশ। হাজার হাজার মানুষ শেখ হাসিনাকে ভালোবেসে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। বিএনপির ফাঁকা বুলি মিথ্যা প্রমাণিত হয়েছে। বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
এদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে শান্তি সমাবেশ করেছেন যুবলীগ।
এ সময় নেতারা অভিযোগ করেন, দেশের অগ্রগতি থামিয়ে দিতে, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি। জনগণের জানমালের ক্ষতি এবং নিরাপত্তা বিঘ্নিত হলে, কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।