বাংলাদেশ উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। তাই দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রন্থাগারকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহাবাগে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবুল মনসুর বলেন, আমাদের সংস্কৃতি মন্ত্রাণালয়ের ভিশন ২০৪১ সালের মধ্যে একটি সংস্কৃতিমনস্ক, জ্ঞানমনস্ক জাতি তৈরি করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এই বাংলাদেশ একটি উন্নত ও স্মার্ট দেশ হবে এবং সেই স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রন্থাগারকেও সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি।
আন্তর্জাতিক মান সম্পন্ন গ্রন্থাগারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেকটি গ্রন্থাগারকে অনলাইন ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। এছাড়া দামি ও কিছুটা দুষ্প্রাপ্য যে বইগুলো আছে, তা একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে কিনে প্রত্যেক গ্রন্থাগারে রাখা হচ্ছে। এতে গ্রান্থাগারগুলো সমৃদ্ধ হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মো. আবু বকর সিদ্দিক।
এদিকে রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্বের ওপর বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।