শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি শরিয়াহ ইন্সপেকশন অ্যান্ড কম্প্ল্যায়েন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মুরাকিব। পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: ইসলামিক স্ট্যাডিজ, আরবিক/ আল ফিকহ ও লিগ্যাল স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
শরিয়াহ আইন বা সার্টিফিকেশন ইন ইসলামিক ব্যাংকিং বিষয়ে কোর্স সম্পন্ন হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে ইসলামিক ব্যাংকিং ও দেশের ব্যাংকিং রেগুলেটরি বিষয়ে সমস্যক ধারণা থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে এমএস অফিসে কাজে দ্ক্ষ হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর।
আবেদন করবেন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এ লিংকে প্রবেশ করুন।
আবেদনের শেষ সময় আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।