রাজবাড়ীতে বালুবাহী একটি ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমাড়া-ধাওয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- রাজবাড়ী সদর উপজেলা চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রবের ছেলে শাকিব (১১) ও তার চাচাতো ভাই লোকমান শেখের ছেলে সিফাত (১৮)।
শাকিব স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও সিফাত রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে সিফাত মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই শাকিবকে নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। এ সময় একটি বালুবাহী ডাম্পট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সদস্য মো. হেলাল উদ্দীন সরদার।