মানিকগঞ্জে শহীদ মিনারে শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

মানিকগঞ্জে শহীদ মিনারে শ্রমিক লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানিকগঞ্জে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিতে আসেন। এ সময় আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিক লীগের এক পক্ষের নাম ঘোষণা করলে অপরপক্ষ বাধা দেয়। পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রউফ সরকার জানান, মঙ্গলবার সকালে শহীদ মিনারে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

NO COMMENTS

LEAVE A REPLY