বরিশালে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর-জামাতা নিহত

বরিশালে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর-জামাতা নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর ও জামাতা নিহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চারলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস (৬৯) এবং তার জামাতা মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহীদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ হোসেন জানান, সোমবার ভোরে ডিঙি নৌকায় শ্বশুর ও জামাতা গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজন নিহত হন।

নৌ পুলিশের ইনচার্জ মো. ফারুখ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY