প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে আসেন তিনি।
এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে সাইবার ট্রাইব্যুনালে গিয়েছিলেন শাকিব। তখন আদালত তাকে মামলা করার জন্য আজ যাওয়ার জন্য বলেন।
এছাড়া ওই দিন (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেন শাকিব।