১২ জুনের টিকিট বিক্রি হবে আজ : ট্রেনে ফিরতি যাত্রা

Google search engine

ঈদুল আজহা শেষে ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার (২ জুন) আগামী ১২ জুনের অগ্রমী টিকিট বিক্রি করা হবে।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়। পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট আজ দুপুর ২টায় বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট ৩০ মে বিক্রি হয়েছে। ১০ জুনের আসনের টিকিট ৩১ মে বিক্রি হয়েছে। ১১ জুনের আসনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে।

এ ছাড়া ১৩ জুনের আসনের টিকিট ৩ জুন ও ১৪ জুনের আসনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট ৫ জুন বিক্রি করা হবে। 

ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন।

Google search engine