কিশোর গ্যাং গডফাদার আব্দুর রব ওরফে হকির আলী — মাদক, চাঁদাবাজি ও অবৈধ খনিজ উত্তোলনে জড়িত অভিযোগ

Google search engine

সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার অন্তর্গত উত্তর রনিখাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বনপুর গ্রামের আব্দুর রব (স্থানীয়ভাবে পরিচিত হকির আলী), পিতা মৃত চান মিয়া ওরফে মখা—এর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ সব অভিযোগ। এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ভারত থেকে অবৈধভাবে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনছেন এবং স্থানীয়ভাবে তা ছড়িয়ে দিচ্ছেন।

অভিযোগ রয়েছে, মাদকসহ একাধিকবার তিনি ধরা পড়লেও অজ্ঞাত কারণে আইনের ফাঁক গলে বারবার মুক্তি পেয়েছেন। স্থানীয় যুব সমাজের মধ্যে এই মাদক বিপণন কিশোরদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য এলাকাবাসী তাকে ‘কিশোর জ্ঞানের গডফাদার’ নামেও আখ্যায়িত করেছেন।

শুধু মাদক নয়, আব্দুর রব দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করেও সমালোচিত। পরিবেশ বিধ্বংসী এসব কর্মকাণ্ডে স্থানীয় নদী ও ভূমির ক্ষতি সাধিত হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। দোকানদার, দিনমজুর এমনকি কৃষকরাও তার হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই।

স্থানীয়রা অভিযোগ করেন, তার কারণে এলাকায় এক ধরনের অরাজকতা ও ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। কেউ মুখ খুললে তাকে হুমকি দেওয়া হয় বা সামাজিকভাবে কোণঠাসা করে রাখা হয়। তবুও মানুষ তার অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “এমন কোনো অবৈধ কাজ নেই যাতে হকির আলীর সম্পৃক্ততা নেই। আমরা তার হাতে জিম্মি হয়ে পড়েছি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এলাকার শান্তি-শৃঙ্খলা চিরতরে নষ্ট হয়ে যাবে।”

এলাকাবাসী সিলেট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন—তারা যেন অবিলম্বে আব্দুর রব ওরফে হকির আলীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করেন।

Google search engine