বাংলাদেশের তরুণ উদ্ভাবন ও প্রযুক্তি অঙ্গনে এক নতুন গৌরবের সংযোজন ঘটিয়েছেন ড. সাদ এফ. আহমেদ। তিনি সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ উদ্ভাবনী প্ল্যাটফর্ম “NASA International Space Apps Challenge 2025”-এ মেন্টর হিসেবে আমন্ত্রণ পেয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত/নির্বাচিত হয়েছেন।
নাসার এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে বড় উদ্ভাবনমূলক প্ল্যাটফর্মগুলোর একটি, যেখানে তরুণ উদ্ভাবক, প্রযুক্তিবিদ ও গবেষকরা একত্রিত হয়ে মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত নানা চ্যালেঞ্জ সমাধানে কাজ করেন। দীর্ঘদিন ধরে উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে অবদান রেখে আসছেন ড. সাদ এফ. আহমেদ।
নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ড. সাদ এফ. আহমেদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন—“আমি সম্মানিত বোধ করছি যে আমাকে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫-এর মেন্টর হিসেবে আমন্ত্রণ ও দায়িত্ব দেওয়া হয়েছে। এই সুযোগের মাধ্যমে আমি উদ্ভাবনী তরুণদের গাইড ও অনুপ্রাণিত করার পাশাপাশি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই।”
বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি ও উদ্ভাবনের এই অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব যেমন গর্বের, তেমনি এটি দেশের তরুণ উদ্ভাবকদের জন্য এক অনুপ্রেরণার উৎস।