ড. সাদ এখন পাবলিক স্পিকিং অফিসিয়ালে

Google search engine

বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গবেষক ও ইঞ্জিনিয়ার ড. সাদ এফ. আহমেদ সম্প্রতি পাবলিক স্পিকিং অফিসিয়াল প্ল্যাটফর্মে/প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন। তাঁর এই যোগদান শুধু একটি নতুন দায়িত্ব নয়, বরং দেশের তরুণ প্রজন্মের যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এক অনন্য মাইলফলক।

ড. সাদ বলেন, “আমি পাবলিক স্পিকিং অফিসিয়ালে যুক্ত হয়েছি যাতে আমি নিজেকে একজন দক্ষ বক্তা হিসেবে গড়ে তুলতে পারি, জনসমক্ষে বক্তব্য দেওয়ার দক্ষতা অর্জন করতে পারি এবং একই সঙ্গে কমিউনিটিকে সমৃদ্ধ করতে পারি।”

দীর্ঘদিন ধরে স্টার্টআপ, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ড. সাদ এবার পাবলিক স্পিকিং অফিসিয়ালের মাধ্যমে তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, এবং পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নে সরাসরি কাজ করবেন।

যোগাযোগ দক্ষতা বৃদ্ধি আজকের সময়ে একটি অপরিহার্য বিষয়। ড. সাদ নিজে একজন দক্ষ বক্তা ও অভিজ্ঞ মেন্টর হিসেবে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে শুধু নতুন দিগন্তই উন্মোচন করবেন না, বরং অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা যোগাবেন, তাদের আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা আরও শক্তিশালী করবেন।

ভবিষ্যতে পাবলিক স্পিকিং অফিসিয়াল ও ড. সাদের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশে একটি দক্ষ বক্তা ও আত্মবিশ্বাসী নেতার প্রজন্ম তৈরি হবে—যা দেশের উন্নয়নে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Google search engine