নেত্রকোণায় গলা কেটে মুদি ব্যবসায়ী খুন

Google search engine

নেত্রকোণার মোহনগঞ্জে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের থানার মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান।

নিহত ৪০ বছর বয়সী নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে।

থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, নারায়ণের দোকানে পণ্য কিনতে গিয়ে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন এক ক্রেতা। তখন তিনি বিষয়টি আশেপাশের লোকজনদের জানান এবং থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল জানান, “দোকান সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সব সম্ভাব্য দিক বিবেচনায় রেখে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Google search engine