আজ ১০ অক্টোবর — বিশিষ্ট উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, ইঞ্জিনিয়ার ও বহুমুখী পেশা ও গুণের অধিকারী, ড. সাদ এফ. আহমেদের জন্মদিন। দেশের তথ্যপ্রযুক্তি, ব্যবসা, গণমাধ্যম ও আইন অঙ্গনে বহুমাত্রিক অবদানের জন্য তিনি ইতোমধ্যেই একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
ড. সাদ ইনফোনেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং ইনফোনেক্স সফটওয়্যার ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভয়েস অফ জার্নাল-এর প্রকাশক ও উপ-সম্পাদক-প্রধান এবং দৈনিক সমাবেশ-এর যৌথ সম্পাদক।
বহুমুখী এই ব্যক্তিত্ব একাধারে ইঞ্জিনিয়ার, মনোবিজ্ঞান পরামর্শক, গবেষক ও শিক্ষানুরাগী, যিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর মেম্বার সার্ভিসেস ও ওয়েলফেয়ার এবং জিআইএস ও স্পেস স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি NASA International Space Apps Challenge-এর মেন্টর, ICT Olympiad Bangladesh-এর ইন্ডাস্ট্রি স্কলার, এবং E-Club Bangladesh-এর সক্রিয় সদস্য হিসেবে তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। এছাড়াও তিনি অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।
তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় লিখেছেন — “একজন দৃষ্টান্তমূলক নেতার জন্মদিন, যিনি স্বপ্ন দেখেন এবং অন্যদেরও সেই স্বপ্নে শরিক করেন।”
নিজের জন্মদিনে ড. সাদ কৃতজ্ঞতায় স্মরণ করেছেন তার স্রষ্টা ও প্রিয়জনদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেন —
“১০ই অক্টোবর, আজ আমার জন্মদিনের দিনে আমি বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বশক্তিমান আল্লাহর প্রতি — যিনি জীবন, উদ্দেশ্য ও কৃপার দাতা। প্রতিটি নিঃশ্বাসই তাঁর অসীম রহমত ও এই মহিমান্বিত জগতের সৌন্দর্যের স্মারক। আমি গভীরভাবে কৃতজ্ঞ আমার বাবা-মায়ের প্রতি, যাদের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও দিকনির্দেশনা আমার জীবনের মুকুটস্বরূপ। তাঁদের প্রজ্ঞা ও যত্নই আজকের আমার ভিত্তি। জীবনের এই যাত্রা যেন অব্যাহত থাকে মর্যাদা, কৃতজ্ঞতা ও ঐশ্বরিক অনুগ্রহের আলোকে।”






