উদ্যোক্তা ক্লাবের নারী ফোরামের আয়োজনে মিরপুরে ‘মিটআপ অ্যান্ড শোকেস’

0

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫: উদ্যোক্তা ক্লাব অব বাংলাদেশ (E-Club) এর উইমেন ফোরামের উদ্যোগে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো ‘মিটআপ অ্যান্ড শোকেস’ শীর্ষক এক অনন্য নেটওয়ার্কিং ও প্রদর্শনী অনুষ্ঠান। শনিবার বিকেল ৫টায় সিটি মহল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্যোক্তা ক্লাবের নারী ফোরামের চেয়ারপারসন রাবেয়া খাতুন লাকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ড. সাদ, যিনি তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেন। এ সময় উদ্যোক্তা ক্লাবের প্রতিষ্ঠাতা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন, যার মধ্যে মোহাম্মদ শাহরিয়ার খানসহ অনেকে উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বক্তারা জানান, নারী উদ্যোক্তাদের হাতে-কলমে নেটওয়ার্কিং, উদ্ভাবনী চিন্তার বিকাশ ও ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের জন্য এ ধরনের ইভেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেটওয়ার্কিং, ইনস্পিরেশন ও ডিসপ্লে—এই তিনটি মূল থিমকে সামনে রেখে আয়োজিত ইভেন্টে নারী উদ্যোক্তাদের পণ্য, সেবা ও ধারণা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়।

উপস্থিত উদ্যোক্তারা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা খোঁজা এবং নতুন উদ্যোগের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তা ক্লাবের কর্মকর্তারা জানান, এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ব্যবসায়িক পরিসর প্রসারে মাইলফলক হিসেবে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here