

দুইবারের জাতীয় সমাজসেবী পুরস্কারপ্রাপ্ত বাবা-মায়ের সন্তান। মানবতার সেবাই আমার পথ।
আমি একজন দুইবারের জাতীয় সমাজসেবা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বের — আমার বাবা ও মা — সন্তান। তাঁদের অনুপ্রেরণা ও মূল্যবোধে মানুষকে সেবা করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক আদর্শে আমি বড় হয়েছি। আমি কিংবা আমার পরিবার কোনো রাজনৈতিক দল বা দর্শনের সাথে সম্পৃক্ত নই। আমরা নিরপেক্ষ অবস্থানে আছি—কোনো দলের বিপক্ষে নই, আবার কারো সাথে সম্পৃক্তও নই।
আমি বিশ্বাস করি, রাজনৈতিক পরিচয়, ধর্ম বা অন্য কোনো ভিন্নতার ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। আমার নীতি সর্বদা সামাজিক ন্যায়বিচার, বৈধ কাজ ও আইনগত অধিকারের সুরক্ষায় নিবেদিত। রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক দল যাই হোক না কেন — আমরা সবার আগে মানুষ। আমি একজন মানুষ ও সমাজকর্মী হিসেবে সর্বদা যে কাউকে তার বৈধ কাজে সাহায্য করবো, তার পরিচয় যাই হোক না কেন।
দুঃখজনকভাবে, কেউ কেউ আমার ও আমার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগ করে থাকে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই — এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো রাজনৈতিক পদ নেই, এবং অবৈধ কাজের সাথেও কোনো সম্পৃক্ততা নেই।
কখনো কখনো রাজনৈতিক ব্যক্তিরা আমার সঙ্গে ছবি তোলে, কিংবা আমাকে উপহার বা সম্মান প্রদান করে থাকে — তা শুধুমাত্র আমার আন্তর্জাতিক সম্মান ও সুনামের কারণে। এই শ্রদ্ধা কোনোভাবেই রাজনৈতিক সম্পৃক্ততা নয়।
এই জাতির একজন সম্মানিত নাগরিক হিসেবে আমি গর্বিত যে সমাজের অনেকে, এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও, আমার কৃতিত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সেই শ্রদ্ধা কখনো রাজনৈতিক সম্পৃক্ততার সমান নয়। আমার অঙ্গীকার সর্বদা — এবং ভবিষ্যতেও থাকবে — সততা, মর্যাদা ও ন্যায়ের সাথে মানবসেবা করা।